যখনই কাজল কালো চোখে দুটিতে তাকিয়ে থাকি
কখন যেন আমি হারিয়ে যাই নিশ্চুপ মায়াপুরীতে
কোন এক অচেনা শহরে,নিজের অস্তিত্ব খুঁজে পাই।
তাপদাহে যখন পৃথিবী পোড়ে,শুধু কি পৃথিবীই পোড়ে,
না! সূর্য তার চেয়ে হাজার হাজার গুন বেশি পোড়ে।
ঝড়ো বাতাসে উত্তাল নদীতে যখন বিশাল ঢেউ উঠে
একের পর এক ঢেউ এসে নদীর দুকূলে আছড়ে পড়ে।
মনের অব্যক্ত কথাগুলো এমনই,যতই আটকে রাখি
মন না চাইলেও চোখ কিন্তু তা ঠিকই প্রকাশ করে।
চোখের কথা আর মনের কথা কখনো কি এক হয়!
তার চোখের অব্যক্ত ভাষা পড়তে চাই আমি,
চোখে চোখ রেখে যেতে চাই জীবনের অন্তিম প্রান্তে।