পৃথিবীটা ঘিরে আছে কালো মেঘের আবরণে
সূ্র্যের কিরণ পৃথিবীকে ছোয়ার চেষ্টায় আছে
দমকা বাতাসের চেষ্টায় না কোন কমতি আছে
ভিতরে আলোর কিরণ প্রবেশ করিয়ে দিতে,
আকাশের প্রতি পরতে মেঘের ঘনত্ব এতই বেশি
দমকা বাতাস যখনই একটা মেঘকে দূরে নিচ্ছে
পরক্ষনে অন্যটা এসে তার জায়গায় বসে যাচ্ছে
তারা মনে হয় মায়াজালের খেলায় মেতে উঠেছে
পৃথিবীর গণিতের ভাষা কেন এত জটিল!
হাজারো প্রশ্নের কাঠগড়ায় পৃথিবী;জানি না!
আমি ই কি এই পৃথিবীটাকে বুঝতে পারি না
নাকি পৃথিবীটা আমায় তাকে বুঝতে দেয় না।