ধ্যান ধরে বসে আছি,
জীবন নদীর তীরে ।
নিস্পলক চোখে তাকিয়ে আছি,
মায়াবী পরীর দিকে।
বইছে উল্টো গঙ্গার বাতাস,
তাও কেউ ধরেনি হাল ।
অপেক্ষাতেই শেষ হয়ে যাচ্ছে,
জীবনের বসন্তকাল !!!
জোয়ার-ভাটার এ খেলায়,
ঘরছাড়া আজ আমি।
ঝাপসা চোখে শুধুই দেখছি
বালুচরে ভরে যাচ্ছে হৃদয়ের জমি।