দূর আকাশে হেলে পড়েছে তপ্ত রবি
কাক-কোকিল সবাই ঘরে ফিরে যাচ্ছে
সাদা মেঘমালা ভাসছে আকাশের বুকে জুড়ে
তাকে ঘিরে আছে কিছু চাওয়া-পাওয়ার গল্প
গল্প যতই জমে উঠুক ঐ মেঘমালাকে ঘিরে
ধরা দিব না তার স্বার্থপর চোখ গুলির ফাঁদে
আমার চারদিক জুড়ে আছে সবুজের মায়াজাল
সাক্ষী থাকুক মহাকাল,সবুজেই থিতু রব চিরকাল।
গল্প তো কতই হয় আকাশকে ঘিরে; কি করব!
তার চোখে চোখ রাখলে ফিরতে যে চায় না মন ঘরে!