এমন একজন মানুষও পাওয়া যাবে না,
যে কিনা জীবনে কোনদিন স্বপ্ন দেখেনি।
কিছু মানুষ বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখে
আবার অনেকে স্বপ্ন দেখে স্বপ্নের প্রয়োজনে।
একজন মানুষ হিসেবে আমিও স্বপ্ন দেখি;
স্বপ্নের আকাশে জুড়ে থাকে ঝিউড়ির আল্পনা
যদি স্বপ্ন থেমে যায়,তবে নি:শ্বাসও থেমে যাবে।
তবে পৃথিবীর জ্যামিতিক হিসাব অনুসারে
স্বপ্ন দেখাটা অপরাধ না হলেও বড়ই অদরকারী।
পৃথিবীর গণিতের ভাষা এত জটিল কেন;বুঝি না!
আমি ই কি এই পৃথিবীটাকে বুঝতে পারি না
নাকি পৃথিবীটা আমায় তাকে বুঝতে দিচ্ছে না।