আকাশের খাতায় মনের খেয়ালে
লিখি যে কতকথা।

আমি যে মেঘ তার জমিনে পেয়েছি
উড়ার স্বাধীনতা।

ছুটন্ত মেঘরাজি ধরনীতে নেমে আসে
নির্মল বৃষ্টি রূপে।

রিম-ঝিম বৃষ্টির সুর আল্পনা আঁকে
মনের ভূমি জুড়ে।