চারপাশে হাজারো গল্পের চিরকুট ,যেন চিরকুটের স্তুপ
একটা মানুষ আকাশসম দুশ্চিন্তা নিয়ে দাড়িয়ে আছে।
চিরকুটের গল্পগুলো খাতায় স্থায়ী করে লিখতে চাইলে
কলমের কালি-খাতার পাতা শেষ হবে; গল্প রয়েই যাবে।
তবে গল্পগুলোর ভাষাতে যেমন আছে প্রতাশ্যার হাতছানি
তেমনি প্রতিটি শব্দে রয়েছে হাজারো স্বপ্নের প্রতিফলন।
কিছু গল্পের পাতা সুন্দর ভাজ করা,লেখাগুলো স্পষ্ট
আবার কিছু গল্পের পাতা কুঁচকানো,লেখাও ঝাপসা।
ঝাপসা লিখাতে আবছা বুঝা যাচ্ছে একটা লাইন—
হলেও হতে পারে মেয়েটার নাম “আয়না”।