৭ই মার্চের রেসকোর্স ময়দান,
একটি বজ্রকন্ঠ,যার ধ্বনিতে উত্তাল হল সারা দেশ
সংকল্প নিল বাঙালী;মোকাবিলা করবে লাঠি-সোঠায়
আন্দোলন-উৎকণ্ঠায় কেটে গেল দিন কয়েক।

এল ২৫ মার্চের ভয়াল কালো রাত,
হানাদার সর্দার সিদ্ধান্ত নিল স্তব্ধ করে দিবে বজ্রকন্ঠ
ঢাকা সহ সারা দেশে চালানো হলো অপারেশন সার্চলাইট।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী— বঙ্গবন্ধু হলেন কারাবন্দী।

২৬ শে মার্চের সকাল!
কালুর ঘাট বেতার কেন্দ্র হতে এলো স্বাধীনতার ডাক
ভোরের নতুন সূর্যের সাথে পৃথিবীর বুকে অঙ্কুরিত হলো
নতুন এক দেশ— “লাল-সবুজের বাংলাদেশ”।