আচ্ছা তুমি কি প্রাচুর্যতায় বিশ্বাসী!
…...কোন প্রাচুর্যতা????
যে প্রাচুর্যতায় সবুজের গন্ধ লেগে আছে
বাতাসে সৃষ্টি করে বাহারি সুরের মূর্ছনা
শেষ বিকেলের পড়ন্ত রোদে মিশে যায়।
না!... তাহলে কোন প্রাচুর্যতা????
যে প্রাচুর্যতায় নদীর ঢেউ কূলে আছড়ে পড়ে
আকাশের মেঘমালা অজানার পথে ছুটে চলে
পালতোলা নৌকায় মাঝি ভাটিয়ালি গান গায়।
না….তাহলে কোন প্রাচুর্যতা????
আমি বিশ্বাসী ঐ প্রাচুর্যতায়...
যে প্রাচুর্যতায় তোমার অবয়ব দৃশ্যমান থাকে
চাইলে হৃদয়ের স্পন্দনগুলোও গুনে দেখা যাবে।