প্রিয়তমা-
গণতন্ত্রের জন্য আমি সংগ্রামী যোদ্ধা
কোন অধিকারে দাও তুমি বাঁধা ?
প্রশ্নের জবাবে নিরুত্তর তোমার বিবেক
বাঁধা দিচ্ছে কেবল অশ্রু সিক্ত আবেক।

দিতে হবে সব জলাঞ্জলি-
দেশের তরে হব আমি মৃত্যুঞ্জয়ী।

প্রিয়তমা দিব্বি দিয়ে বলছি তোমায়-
দিতে পারবো না সুখ- আলোক জোছনায়,
তবে খুঁজে পাবে তা-  লাল সবুজের পতাকায়।

তোমার জন্য বাহারি রংয়ের- কিনবো যখন চুড়ি
পলকে চমকে উঠে দেখি-
পরানো আমার হস্তে - আট সাট লোহার কড়ি।

ভিন্ন ভিন্ন মিষ্টি নামে- ডাকবো যখন তোমায়
এসে পরে ডাক- গণতন্ত্রের কামনায়
কম্পিত হবে শ্লোগানে শ্লোগানে বিপ্লবী চেতনায়।

লুকোচুরি বরবাদ,
তোমাকে আনবো যখন ঘরে
তাকিয়ে দেখি হায়েনারা ঘুরে-
খুঁজে চারপাশ টা হন্যা হয়ে আমায়-
রাখবো কোনখানে যে তোমায়।

ছড়ানো ছিটানো ফুলের বিছানায়
ঘুমবো যখন পাশাপাশি দু"জনায়
ঘুম ভেঙে উঠে দেখি-
ইলিশ ফাইলে চিপাচিপিতে দম বন্ধ আমায়।

অনিশ্চিত জীবন আমার কভু
প্রার্থনা করি তোমার কাছে প্রভু
সুখ আছে যা সব দিয়ে দাও তবু।

আমিই জ্বলি জ্বলছি
গণতন্ত্রের জন্য লড়ছি
পুড়ে যদি হই ছাই
তবে কার কি আসে যায়।

করেছি পণ- দিয়েছি মন
আনবো ই আমরা গণতন্ত্রের মান
হে তরুণ বৃদ্ধ  সর্ব জোয়ান।