তোমাকে হারাতে চাই না কোনদিন-
যদি হারিয়ে ফেলি?
চিরতরে কোন এক ভুবনে-
তবে জেনে নিও-
আমিই নিশ্চিন্হ হব।
তুমি খুঁজবে আমাকে?
পাবে না - কখনো পাবে না।
যদি পেতে চাও আমায় ?
খুঁজে নিও কল্পনা তে-
বাস্তবতার নিরিখে-
আমার মতো করেই
অন্য কারো হৃদয়ে
জায়গা টা আমারই ভেবে।
সত্যিই বলছি আমি -
বিশ্বাস হচ্ছে না তোমার?
শোন তবে-
তোমাকে নিয়ে যে স্বপ্নটা দেখেছিলাম আমি-
কেবল আমি ছাড়া কেউ পারিবে না পূরণ।
অনাবিল সুখ স্বপ্ন কাল্পনিক সত্য কে কেউ
তোমার দরজায় হাজির করিতে পারিবে না।
তবুও ভেবে নিও-
আমার স্বপ্নগুলো আমৃত্যু ই রবে তোমার তরে
যদি না হয় বন্ধ নিঃশ্বাসে হৃৎস্পন্দনের তীব্রতা।
তার পরেও আমার স্বপ্নগুলো কে নতুনের স্বপ্ন ভেবে
সুখ দিও নিঃশ্বাসে-
ব্যর্থ বা ব্যর্থতার গ্লানি কেবল-
"আমার আমি আমিতে ই রয়ে গেলো"