ভুল করে যদি
পুরনো ঠিকানায় কড়া নাড়
হৃদয়ে আঁটা বিশ্বাসে অশ্রুমালা গড়ি
তবু তোমার ভুল হয়না
তাই বিগত সুখে সুখি আমি।
কাগজে লেখা ভালবাসার নামে
তোমার ভ্রান্ত শপথে,
আমার নীরব মর্মবেদনা
চড়ে সান্ত্বনার রথে।
আড়ালে থেকে তোমায় শুনিয়ে যাব
স্মৃতির পঙক্তি,
ভাবনার ছকে হবে অনিয়ম
খুঁজবে হারানো বসতি।