এমনই বাংলা
ভুরি ভুরি বিকৃতি বাংলায়,
ভুল বানান, শব্দ আর বাক্যের দূষণ
বিজ্ঞাপন, বিলবোর্ড, ব্যানার
অথবা বিবিধ প্রচার মাধ্যমে;
মনেই হয়না
দুনিয়ার একমাত্র ভাষা
যেটা রক্ত দিয়ে কেনা।
এতো ঐশ্বর্যের ভাষার সাগরে
শুধু খাবি খাওয়া
দক্ষ সাঁতারুর বড্ড অভাব,
বাংলার কান্না শুধু
জব্বার, শফিউররাই শোনে।
দেশটা স্বাধীন বলে
স্বাধীনভাবেই চলছে ভাষা ধর্ষণের চর্চা।
এই অপরাধের যে শাস্তি নেই দণ্ডবিধিতে,
নেই নিদেনপক্ষে সংবিধিবদ্ধ সতর্কীকরণ!
আর বছরের এক দিন চলে
আনুষ্ঠানিক স্মরণের ভণ্ডামি।
আমাদের এই অশুদ্ধাচার দেখে
সালাম রফিকেরা ওপারে থেকে
পুনরায় স্বেচ্ছায় রক্তদানের
ইচ্ছে পোষণ করছে নিশ্চয়!