ভালোবাসার অপচয় নেই
বিনিময় মূল্যও বেশ চড়া,
তাই ভালোবাসা ঢালো বেহিসেবে
ভালোবাসার নেশাটা বেশ কড়া।

ভালোবাসার অপচয় নেই
একে একে তিন চার পাঁচও হয়,
জ্যামিতিক হারও হারে ভালোবাসায়
ভালোবাসা মানে উপচে দেবার প্রত্যয়।

ভালোবাসায় অপচয় নেই
এমনকি অযোগ্যরে দেয়া যায় তা,
আদরে পোষ মানে অনেক হিংস্রতাও
হিসাব নিকাশে সবটা মেলানো যায় না।

ভালোবাসার অপচয় নেই
তাই খুলে রাখ সব দুয়ার,
আসা যাওয়া করুক ভালোবাসা
খরায় নামুক ভালোবাসার আষাঢ়।