ভালোবাসা হতে পারে বাহুল্য দোষে দুষ্ট
হতে পারে ভালোবাসা সনাতন প্রশ্নে বিদ্ধ,
ভালোবাসা মানবে না কোন বাঁধাধরা নিয়ম
ভালোবাসা হতেই পারে নিপাতনে সিদ্ধ!
ভালোবাসার অনুচ্ছেদ হোক দাড়ি কমাহীন
হতে পারে এখানে কিছু ব্যাকরণিক ভুলচুক,
ভালোবাসায় শেষ পরিচ্ছদ থাকতেই নেই
আকাঙ্ক্ষার পথ্যে সারবে আসক্তির অসুখ।
ভালোবাসা প্রস্তুতকারকরা হোক বিভক্তিহীন
মিলেমিশে গড়ুক তারা প্রেম-বাসর রচনা,
ভালোবাসার বাগধারা হোক না সহজবোধ্য
ভালোবাসার ভিখেরি হতে চায় না কজনা?
ভালোবাসার সন্ধিতে বিচ্ছেদ হোক পরিত্যাজ্য
অযুত লক্ষ বচনে উচ্চারিত হোক 'ভালোবাসি',
হৃদয় এক কথায় প্রকাশ করুক ভালোবাসা
ভালোবাসার সত্যবিধানে কত স্বপ্নের ফাঁসি।
ভালোবাসার উচ্চ স্বর হতেই হবে ব্যঞ্জনাময়
ভাবের সম্প্রসারণ যাবে কাল থেকে কাল,
ভালোবাসার ভাষা থাকবে সবসময়ের চলতি
ভালোবাসার সাধুরা বেঁচে থাকুক সর্বকাল।
ভালোবাসার উপসর্গ যায়না লুকোনো চাইলেই
প্রকাশিত হয় উক্তি বাক্য বাচ্য কিংবা ধ্বনিতে,
ভালোবাসা জয়ের প্রকৃত-প্রত্যয় সার্বজনীন
পদে পদে অনুসন্ধান চলুক ভালোবাসার খনিতে।