ভালোবাসার ব্যবচ্ছেদ করে দেখো
ভালোবাসার ঠোঁটে চুমুক দিয়ে দেখো
ভালোবাসায় শৃঙ্গার করো সযতনে
কিংবা ভালোবাসার কাছ থেকে আড়ি নিয়ে দেখো;
ভালোবাসাটা অনুভব করো
বিভিন্ন কৌণিক দূরত্ব থেকে।
দেখবে তোমার দিকে তাকালে
আমার চোখজুড়ে মায়াবী কিছু হরফ
নিঃশব্দে চিৎকার করে তোমাকে পাবার;
সেই হরফগুলোর আকুতির তর্জমাই
ভালোবাসার প্রাথমিক পাঠ।
দেখবে কিছু এলোমেলো বাতাস
এলোমেলো করে দিবে
তোমার পরিপাটি সজ্জার,
তোমার একটুকুও রাগ হবে না তাতে
বরঞ্চ সাদামাটা দৈনন্দিনে ভালোবাসার
অগোছালো বাতাসটা ছন্দ এনে দেবে তোমাতে।
কখনোবা একলা রাতে চাঁদ পোহাতে
খুব অসহ্য লাগবে,
তুমি হাতড়ে বেড়াবে অন্য কারো হাত
জাগবে নিবিড় চুম্বনের তাগিদ
একাকী যে সুখ পোহানো জমে না!
কখনো কখনো দেখবে
সম্পর্কের মধ্যে
কিছু অসাংবিধানিক দাবী
খুব করে চেপে ধরবে তোমায়
পূরণের আর্জি নিয়ে,
ন্যায্যতা ভঙ্গ করেই মুচকি হেসে
প্রশ্রয়ে মেটাবে সেই আকুলতা।
মাঝে মাঝে দেখবে
এক চিলতে কষ্ট বিপাক করতে
মন অনেক সময় নিয়ে নেয়,
যেমনটা বর্ষাকালে
কাপড় শুকোতে দেরী হবার মতো।
সুসময়ও ফোকলা হয় কখনো কখনো
সময়ের পথ্যে আবারো ভরাট হয়।
কিছু কিছু কথা
মুখ ফুটে বলতেও পারবে না
শুধু চাইবে কেউ তোমার
ইচ্ছের কেচ্ছা বুঝে নিক স্বপ্রণোদিত হয়ে,
আর তুমি মহারাণীর মতো মুচকি হেসে
উপভোগ করবে সেই প্রেমিকের দাসত্ব ;
আর কেউ যদি
তোমার মন মুখস্থ করতে না পারে
সেই অভিমানও প্রকাশিত হয়
বচনে কিংবা বাচনে
অশ্রুতে কিংবা উষ্মায়।
ভালোবাসা হচ্ছে গোপন আগুন
কখনো সেই আগুনে সুখ পোহানো যায়
আবার সেই আগুন কখনো মন ঝলসায়।