আমি হলপ করে বলতে পারি
আমার বৃষ্টিপাতেই তোমাতে অঙ্কুরিত হয়েছে
ভালোবাসার চারা,
উষ্ণ আর্দ্রতায় বেড়েছে তরতর করে,
আমি ভেঙেছি তোমার অ-জ্ঞানের ঘুম
কারণ ঘুমহীন আমার, ঘুমহীন তোমার প্রয়োজন;
কত যতন করে পাখির ছানার মত
ঠোঁটে ঠোঁট রেখে করিয়েছি তোমায় প্রেমের আস্বাদন,
কত রাত জেগে তোমার খরার চৌচিরে
জলধারায় তৃষ্ণা মেটাতে গিয়ে নিজেই হয়েছি ক্লান্ত,
তবে অস্বীকার করবো না
যতনে তৃপ্ত হয়েছি নিজেও কাঙ্ক্ষিত প্রতিউত্তরে।
এমনও কত সময় গেছে
চোখে চোখ রেখে বিনা স্পর্শেই এক আসমান
ভালোবাসা নামিয়েছি অবলীলায়,
ভালোবাসার জমিনে ছিল না
কোন সীমানা পিলার; আদ্যোপান্তই উদাম ছিল
একফসলী জমিন,
সুখের ভাঁজগুলোও ছিল চুম্বক ধর্মের;
বিপরীতে আকর্ষণের,
একটা সুখ-সময়ের ওপর সর পড়ার আগেই
ফুটতো আরেক সুখ-সময়ের বলক।
সেই সময়ের বিছানা
ইদানীং ডেবে গেছে খানিকটা,
ক্ষতি নেই
দেখবোনা নতুনের মন ভোলানো বিজ্ঞাপণ,
এখানেই কাটিয়ে দেব অবশিষ্ট ধীর লয়ের হ্রস্ব সময়।