আমার মেঘলা দিনই ভালো
তুই ভাল থাক, বেশ ভাল থাক
নিয়ে অনেক আলো।
আমার কান্নাগুলোই ভালো
আমার কান্নায় নাও ভাসিয়ে
হাসবি ঝলোমলো।।
আমার হারানো দিনই প্রিয়
যেথায় আমি মুখ লুকিয়ে
তোর মুখটা খুঁজি।
আমার শুন্য বুকই বেশ
ভুলের হিসেব সব মিটিয়ে
স্মৃতিগুলোই পুঁজি।।