।।সম্পূরক।।
স্বচ্ছ জলে দেখতে ছবি
আলোর প্রয়োজন,
জীবনটারে পূর্ণ করে
প্রাণের প্রিয়জন।
।।জলের বিভাজন।।
তুমি ছাড়া আমি যেন
অসম্পূর্ণ একজন,
তুমি ছাড়া আমি যেন
জলের বিভাজন।
।।মাত্রা।।
উচ্চমাত্রার ঢলাঢলি নিম্নমাত্রার প্রেমে,
অনেক গতির গাড়ি হঠাৎ গেল থেমে।
।।সুখ।।
প্রতিটি সুখ
খুব সহজে হজম হয়ে যায়,
মন বেহায়া
থাকে শুধু সুখের প্রতীক্ষায়।
।।ঝাড়া মুখস্থ।।
আমি তোমায় এখন
মুখস্থ পড়তে পারি,
তাইতো সময় বুঝে
শাসন বারণ কিংবা ভালোবাসা করতে পারি জারি।