সফেদের বাড়ি থাক উঁচ্-পাহাড়ে
নিচে থাকুক বেরঙ বসতি
ঘরময় শুধু নেচে যাবে যে
শিৎকারের রতি-মহারতি!

চালু থাক বুনো অভ্যেসের চর্চা
উদাম উল্লাস স্বাগত হে
ভালোবাসা যেন প্রথাবিহীন
আদিম আধুনিকে সে যায় মিশে।

আলোর উৎস সামনেই থাকুক
আলো থাকুক তার পিছুতেই
ভালোবাসাবাসিতে তুমি আমায়
জিততে দিও না কিছুতেই......।