আমিও এড়িয়ে চলতে পারি
তুমি আমার ভাব বোঝ না
তোমার সঙ্গে আড়ি।

আমিও তোমায় ভুলে যেতে জানি
তোমার ভুলের ভেতর আমার
শুধু ঘটে স্বপ্নহানী।

আমিও জানি আনাড়ি কৌশল
মিছে স্বান্তনার সন্তুষ্টি নিয়ে
উবে চোখের জল।

আমিও রাখি চোরা কষ্ট চেপে
হাতেগোনা বিগত সুখ দিয়ে
দুঃখ ঢাকি প্রলেপে।

আমিও কিছু ভ্রান্তি নিয়ে বাঁচি
কিছু ভ্রান্তি সুখ তবু দেয়
আনমনে তাই হাসি।

আমিও পথ চলতে পারি বন্ধুর
তোমার ঠিকানায় তুমি থেকো
আমিই যাব বহুদূর।