আমি হাতছানি দিয়ে তোমায় ডাকি
ঝাপসা দূরত্ব থেকে,
কাছে এলেই আমি আর চিনি না
কাছে এলে হও তুমি কাচের কেউ
ভেঙে যায় আমার যত গড়ন
তোমায় নিয়ে।
তুমি দূরের খুব কাছের,
তোমায় দিয়ে সুখ মেলেনা
তুমি দুর্ভাগ্য বায়ান্ন তাসের।।
আমি প্রাণপণে স্বপ্ন আঁকি
কিছুতেই পাইনা তার রূপ
জলে কাটলে দাগ তা থাকে না যে।
তোমার কোমল অনেক কঠিন
যেন পাথরে সবুজ চাষের।।
সহস্র মাইল এক সাথে চলা
পেরনো পথ ধোঁয়াশা মনে হয়
কাছে থেকেও তোমার মন অন্য রাজ্যে।
তুমি কাছের খুব দূরের
তুমি কান্না বারো মাসের।।