তুমি বরং চলেই যাও;
আমার জন্য অপেক্ষার ছুতোয়
করছো চলে যাবার পাঁয়তারা,
তুমি বরং চলেই যাও;
তোমাকে ঘর ভেবে আমি ঘরছাড়া
হয়ত বেঁচেও যাব তুমি ছাড়া।
নিত্য দিনের ঠুনকো অভিনয়ের
পুণঃপ্রচার আর ভাল্লাগে না,
রুটিন মাফিক অভিযোগের সূচি
শুনতে আর ভাল্লাগে না।
তুমি বরং চলেই যাও;
আমি যাব একটু পর
তোমার মতো আমার নেই তাড়া।
একই হাত ধরে চলতে চলতে
পুরনো হাত তোমার ভাল্লাগে না,
তোমার ভ্রু কুচকানো অবহেলা
দেখতে আর ভাল্লাগে না।
তুমি বরং চলেই যাও;
আমি না হয় পড়েই থাকি
বুঝে গেছি নিঠুর নিয়তির ইশারা।