তুমি আমার
হাত ধরে জোছনা পোহানোর এক চিলতে ছাদ,
তুমি আমার
প্রেমহীন এই অস্থির জগতে এক ভরসার কাঁধ।
তুমি আমার
হন্যে হয়ে খুঁজতে থাকা বহু আকাঙ্ক্ষার ভাঁজ,
তুমি আমার
প্রেমের কাঁথায় জড়াজড়ি একটুখানি আঁচ।
তুমি আমার
ভালো কি মন্দ কিছুতে ছাড়তে না পারা অভ্যেস,
তুমি আমার
মাতাল সময় শেষে ক্লান্তি ভরা আলুথালু বেশ।
তুমি আমার
বশ না মানা আবেগ কিছুতে যায়না টানা রাশ,
তুমি আমার
উজাড় করা সবটুকু সুখের শেষ বিন্দু নির্যাস।
তুমি আমার
শাড়ীর প্যাঁচে প্রলুব্ধতা আঁক বাঁকা পথের ডাক,
তুমি আমার
উপচে পড়ে দু'হাত বেয়ে উতলা সুখের ঝাঁক।
তুমি আমার
চুপটি করে স্বাদ নেয়া অনিয়ন্ত্রিত নেশার ঘোর,
তুমি আমার
ঘুম ঘুম চোখে আলসেমি জড়ানো শান্ত ভোর।
তুমি আমার
রাখঢাকের ধার না ধরা উন্মাদনার ফিসফাস,
তুমি আমার
তোমার মুখটা ঝাপসা করা উষ্ণ আর্দ্র নিঃশ্বাস।
তুমি আমার
পাগল হওয়া উচ্ছ্বাস নিয়ে গলা ছাড়া চিৎকার,
তুমি আমার
বৃষ্টি হারায় গভীর জলে মিলেমিশে একাকার।