তোমার কি এত সময় আছে
একেলা নিরিবিলি শুধু আমার কথা ভাববে?
তোমার কি এত সময় আছে
আমারে বাঁধিবে তোমার আনকোরা কাব্যে।
আমার ঘুমন্ত তৃষ্ণার্ত কপালে
যদি দিতে আবেগের একটিমাত্র নাতিদীর্ঘ চুম্বন,
আমার সুখের কান্না থামতো না
আনন্দের ধারায় সিক্ত হত আমার শুকনো মন।
ইচ্ছায় বা অনিচ্ছায় কেউ যদি
আমার হাতটা মুঠোয় নিয়ে দু'কদম হাঁটতো,
বিশ্বাস কর আর নাইবা কর
আমার মনের উচ্ছ্বাসগুলো টগবগিয়ে ফুটতো।
তোমার আমার এখনকার জীবন
রুটিন রক্ষার সাদাসিধা রোজকারের অভ্যাস,
যেখানে নেই ছেলেমানুষী উন্মাদনা
নেই লোক দেখানো ভালবাসার বেসুরো প্রকাশ।
বছরের সবগুলো দিন আর রাত
তোমায় পেলাম বলে তুমি মোটেও মূল্যহীন নও,
আমি চাই না জমকালো উদযাপন
আনাড়ম্বর জীবনধারায় আমার নিত্য প্রেমী হও।