তোমারে আমি মন দিয়েছি,
মন নিয়ে খেলতে দেইনি
আর তুমি আমাদের ভালবাসার শহরে
ভালবাসার ব্যারিকেড ভেঙে
"তৃতীয় কারও" নামে শ্লোগান দাও;
এই অপরাধে
তুমি আমার মনের শহরে নিষিদ্ধ।
তোমাকে আমি মনের ক্যানভাস দিয়েছি
তোমার আমার ভালবাসার
আলপনা আঁকার জন্য
আর তুমি সূচি বহির্ভূত
"অন্য কিছু" আঁকার চেষ্টা কর;
এই অপরাধে
তুমি আমার মনের শহরে নিষিদ্ধ।
আমি তোমার বেলায় কট্টর হতে পারিনি
তোমাকে দিয়েছি ব্যাপক স্বাধীনতা
তুমি সেই সংরক্ষিত প্রশ্রয়ের সুযোগে
"ভিন্ন ভাবনায়" স্বাধীনতা উদযাপন কর;
এই অপরাধে
তুমি আমার মনের শহরে নিষিদ্ধ।