কেউ হয়তো জানবেই না
কতটা কষ্ট হয় অভিলাষের অবদমনে
কতটা কষ্ট হয়
তীব্র ইচ্ছের অনাকাঙ্ক্ষিত অবনমনে।
কিছু ব্যাথা স্বান্তনার ধার ধারে না
নিজেরে রাখে নোনা কান্নার চর্চায়।
কেউ তো খবরও রাখে না
উঁচু দরে কেনা প্রিয় স্বপ্নগুলো
দূর্ভাগ্যের কাছে বেচে দেওয়া
কতটা বেদনার।
কাউকে জানিয়ে কি লাভ
কেউ তো ব্যস্ত
অতীত বিবর্জিত বর্তমান সময়ের
নিবিড় পরিচর্যায়।
কেউ জানুক কি নাইবা জানুক
এই মনের কি এসে যায়
মন শ্মশানে সব পুড়ে যাক
আমি হাত ভরে লই স্মৃতির কয়লা।
মন কখনো ভৎসনা করে
বিনিময়ে কি পেলাম আমি
উগ্র আবেগের খোরাক মেটানো
সোনালি দিনগুলোর খরচায়।
কেউ হয়তো বুঝবেই না
ভালবাসা ভোলার অস্ত্রোপচার
কখনো সফল হয়না।
কিছু মূখ্য পুরনো অধ্যায় সারাজীবন
বৃথানন্দে পুণঃ পুণঃ আওড়ানো,
কেউ তাই দূরে থেকেই
বিরাজ করুক মনের গহীনে আমার
ব্যাথাতুর বর্তমানের রোজনামচায়।