আমি তোমার জন্য সব ছাড়তে পারি
এমনকি জীবনের আলোকে দিব ছুটি,
আমি তুমি মিলে গড়বো স্বাপ্নিক বাড়ি
যেখানে তোমার আঁধারে আমার লুটোপুটি।
আমি হাঁটবো না নির্ধারিত নিশ্চিত পথে
সে তোমরা আমায় যা খুশি তাই ভাব,
নিজেকে জলাঞ্জলি দেব তোমার অমতে
আঁধারেই হয়তোবা আমি তোমায় পেয়ে যাব।
আমি তোমার জন্য করব যাচ্ছেতাই পণ
আমার অনাগত সুসময়কে দিয়ে বিদায়,
তথাকথিত "আঁধার" তোমায় করব আপন
তোমার থাকুক কিংবা নাইবা থাকুক সায়।
এ কেমন প্রেম বোঝাতে পারিনা কারো
সবাই দেখে আঁধার আমার চোখে আলো,
অযুত বাধায় তারে চাইছি পেতে আরও
আঁধার তুমি আলো হয়ে প্রেমের শিখা জ্বালো।