তোর নামটা শুনলেই
বুকের ভেতরে ঝরে বারোমাসী ভালোবাসার বর্ষা।

তোর আবেদনময়ী বাঁকের নদী, উদ্ধত পাহাড়
সূর্যাস্তের সাগরবুকে ঝোলানো লাল সূর্যের হার
বা হরেক রঙের পাখির আবোল তাবোল আবৃত্তি
শিশিরের সূচ্যগ্র ঘাসের মাথায় মুকুট হবার কীর্তি
অথবা সবুজের বুকে হামলে পড়া তরুণী বাতাস
বাঁশ বাগানের নীল ছুঁতে না পারার হা হুতাশ
কিংবা লালচে অরুণের চুমুতে আলসে ভোর
স্বস্তির বৃষ্টি নামাতে ব্যস্ত কালচে মেঘের দৌড়...
এত রূপসী গতরে
নজর না লাগুক দুশমনের
ফুঁ দিয়ে যাই তাই তোরে শুভকামনার মন্তরে।

তোর মানচিত্রের অধিবাসী
যাই হোক, মন্দ কি ভালো
এক সুরেতে বাজাই সৌহার্দ্যের বাঁশি।

তোর সার্বভৌম আকাশের মায়া জোছনায়
সুখ পোহাতে বেশ লাগে রে
বাংলাদেশ, তোরে বড্ড ভালোবাসি রে....