তুমি আমার পরম তৃষ্ণার যোগ্য জবাব
আমি আঁজলা ভরি এক হ্রদ জলে,
আমি পুরোটা ধরতে পারিনা সে ঐশ্বর্য
কিছু হারিয়েই যায় হাতের ফাঁক গলে।
তুমি ভূমির মতোই সীমাহীন
কত দূর আর শেকড় ছড়াই,
তুমি জোছনার মতোই বিশাল
কতটুকু আর শরীরে জড়াই।
ওই নদীটা বয়েই চলুক নিজ স্বভাবে
ঢেউয়ে ঢেউয়ে পড়ে না যেন ছেদ,
আমি ঢেউ গুনে গুনে ঘুমিয়ে যে যাব
আমার এ অপারগতায় নেই কিছু খেদ।
আমি সবুজের বুকে ওম নিই
আমার সাধ্যি নেই পাতা গোনার,
তোমার কবিতায় বুঁদ হয়ে থাকি
আমার সাধ্যি নেই শব্দ বোনার।
আমার জন্য রেখে দিও ঘুমপাড়ানো কাঁধ,
তোমার ঐশ্বর্যে আমি হবো কুপোকাত।