তোমার ইচ্ছায় যদি সব হয়
তবে পাপ করাও ক্যান আমায় দিয়া,
তুমি তো সবই জান পূর্বাপর
তবে খেলছ কেন মানুষ নিয়া।
ও প্রভু আমায় আশির্বাদে জড়াও,
আমায় দিয়া তোমার পূণ্যের বাগান ভরাও।।
জ্ঞান বুদ্ধিও দিলা কম
যাই ভুল পথে হরদম
তোমার যারে খুশি হয়
তারে দিয়া করাও সৎ কাজ
তারেই নিবা তুমি স্বর্গে,
শুধু স্বর্ণময় নয় ধরণী
আছে সেথা কয়লা খনি
পাপীরে দিয়া পাপ করাইয়া
রাখ তারে বেওয়ারিশের মর্গে।
ও প্রভু আমায় আশির্বাদে জড়াও,
আমায় দিয়া তোমার পূণ্যের বাগান ভরাও।।
তুমি আবার দিছ ছেড়ে
শয়তান তাই আসে তেড়ে
মন্দের সাথে লড়ার শক্তি
দিছ প্রভু শুধু মহামানবদের
সে ও তোমার খেয়াল,
বানাইলা অতি সাধারণ
তাই নিত্য অবনমন
অতি দূর্বল বানাইছ প্রভু
ভাঙতে পারিনা রিপুর দেয়াল।
ও প্রভু আমায় আশির্বাদে জড়াও,
আমায় দিয়া তোমার পূণ্যের বাগান ভরাও।।