আশা করি তুমি আর বেশি দূরে নও
আমার স্বপ্নের বাড়ির
লাগোয়া বারান্দায় দাঁড়ালেই
তোমায় দেখতে পারি,
আমার ক্রমাগত ভালবাসায়
অতিষ্ঠ তুমি
আমার দরজার কাছে দাঁড়িয়ে।
কে বলে চাঁদ ধরা দেয় না?
মন দিয়ে চাইলে মনের ঘরেই
চাঁদের হাসি মেলে।
আমিও হাত বাড়িয়ে আছি
তোমায় ধরবো বলে,
হয়তো দু'এক কদম বাকি
আমার স্বপ্নের বাড়ি ছুঁতে।
এক বাগান ফুল অপেক্ষায় আছে
তোমার সান্নিধ্যে ধন্য হবার।
তুমি আসবে বলে
সব মেঘ সরিয়ে
আমি রোদ জ্বালিয়ে রেখেছি
আলোর খাঁচায় তোমায় বন্দি করবো
মায়ার শেকলে তোমায় বাঁধবো
তুমি আর হারাতেও চাইবে না।