সংসারের বুনন হয় না সবসময় ধ্রুপদী
কখনও তাল কেটে যায়
কিংবা প্যাঁচে পড়ে যায় সময়েরা,
অসময় চেষ্টা করে বিকর্ষণের ক্ষেত্র তৈরীর;
তুমি থেকো তবুও এক শয্যাতেই
ভেজা চোখে, বড়জোর বিপরীতমুখী মুখ নিয়ে,
তবুও জানবো কাছেপিঠে আছে কাছের কেউ
ভোর আলো আনবে ভরপুর নিশ্চয়ই
আর সহসাই হবে সমন্বয়ের সমঝোতা,
আমার গহীনে মেলাবে তোমার গহীন
আমাকেও বুঝে পাবে দাড়ি-কমাসুদ্দু।
সম্পর্কেও ঝিমুনি ভাব আসে
আসে সুপ্তাবস্থা
অনুভূতিতে পড়ে মৌসুমী ধুলো;
কখনও বেমানান উল্টো সিঁথিতে চলে
আলগা বাঁধনের দৈনন্দিন;
সে যা হবার হোক
ভালোবাসা পুনরায় দ্রবীভূত হয়ে
সম্পৃক্ত করবে জীবন,
বসন্তে বেরোবে আবার সুদিনের কুশি
বর্ষা ধুয়ে নেবে সব অভিমান।
আয়না যতই স্বচ্ছ হোক
আলো ছাড়া তাতে দেখা যায় না ছবি
আলো হয়েই তুমি থেকো;
তুমি আমার থেকো
টানটান থেকে ভাঁজ পড়া সময় অবধি
সময়ও যাতে হাঁপিয়ে যায়
এই বন্ধন ধরে রাখতে রাখতে...।