তুমি আসবে তাই
মেঘও মুখিয়ে আছে ঝরবে বলে
কতকাল লুকাবে বৃষ্টি মেঘের জামাতে,
আসবে ঠিকই তৃষিত ভূমিতে
তাই তুমিও অবশ্যই আসবে আমাতে।
মনতো একরঙা নয়
মনও বদলায় সময়ের প্রলেপে
পারবে না তুমিও তোমাকে থামাতে,
মনেতে অঙ্কুরিত হবে হরিৎ মায়া
তাই তুমিও অবশ্যই আসবে আমাতে।
আমার স্বপ্নের স্বপ্নরা
বেহায়ার মতো তোমায় খোঁজে
অবরুদ্ধ রাতের মুক্তি মেলে প্রভাতে,
মেঘ আছে জেনেও জ্বলে সূর্যটা
তাই তুমিও অবশ্যই আসবে আমাতে।
হয়তো তোমার পাড়ায়
তুমি নিছক প্রতিবেশী পাবে
আমি বেঁধেছি তোমায় আত্নার সাথে,
তুমি আছ চেনা দূরত্বে সাময়িক
তাই তুমিও অবশ্যই আসবে আমাতে।