আমি এখনও তোমার অনুভবে
আমিই একতরফা ভাবনা
এই ভ্রান্তি নিয়েই বাঁচি,
আমার অনেক ভয় হয়
কিছু সত্যের সামনে দাঁড়াতে
তাই স্বরচিত সান্ত্বনা নিয়ে আছি।
তোমায় ভুলে যাবার ইচ্ছে হয়নি
সেই সাধ্য নেই আমার জানি
করিনিকো কখনও চেষ্টা,
সূর্যটাও নিয়েছে বিদায়
নিয়ম করে সেই যে কবে
গোধুলিতে বাঁচে আলোর রেশটা।
যাবার বেলায় মায়াবতী গোধুলী
চাঁদে ধার দেয় তার আলো
দেখি চাঁদের হাসিমুখ,
আমি স্বপ্ন বাঁচিয়ে রাখি
ঝড়ো হাওয়া আড়াল করে
আসবে তুমি ভুলে বিগত ভুলচুক।
স্বেচ্ছায় আমি অন্ধে হয়ে থাকি
সব কিছু যে আমার সয়না
কখনো আঁধারই আশ্রয়,
স্বপ্ন শুধু যে ঘুমেই আসে
যদি জাগতে হয় কোন সময়
ঘুম ভেঙে তারে দেখবো নিশ্চয়।