আমি তোমায় খাঁচায় পুরি না
আমার ন্যূনতম বিশ্বাস নেই খাঁচায় পুরে
আদর করার বুনো অভ্যেসে,
যদি ভালো লাগে
মুক্ত তুমি আমার শাখায় বোস
আমায় ভালবেসে।
আমি তোমারে শৃঙ্খলে বাঁধি না
বাধ্যবাধকতার প্রেমে স্বতঃস্ফূর্ততা নেই
বিশ্বাস করি মনের স্বাধীনতায়,
চাইলে তুমি
আমার সাথে ঘেঁষতে পার
স্বেচ্ছায় অবলীলায়।
আমি আমার জানালা খুলে রাখি
নিজ থেকেই ঘর ভাসাবে পূর্ণিমার আলো
আমি চাইনা বিনিময়ের ভালবাসা,
আমি চাইছি জেনো
আমায় ঝলসে দিবে তোমার
স্বপ্রণোদিত ভালবাসা।