সামনে বন্ধুর পথ
হয়তো এর পর অন্ধ গলি
তবু সামনে বাড়ে মন,
সামনে বিপুল জলরাশি
জানা নেই তারপর কি
আশার সেতু খুঁজি প্রাণপণ।
আলোর অকৃপণ বিকিরণ
যতদূর বাধা না পায়
বাধাতেই আলো পথ পাল্টায়,
কবিতা সুখের অনুভব
অনুভবে ছেদ ঘটে
বাতাসে কবিতার পাতা উল্টায়।
স্বপ্নরা নাকি অন্ধই হয়
তাই কখনো গর্তে পড়ে
রক্তাক্ত কিংবা হারায় কখনো,
তবুও জুবুুুথুবু জীবন
হতাশার চাদর ছেড়ে
রোদ্দুরের খোঁজে পথ এগুনো।