আমি স্বপ্নহীন নই,
স্বপ্ন দেখা আমার মুখস্থ কাজগুলোর একটি।
গাছের গোড়া কেটে দিলে যেমন
পুনরায় পাতা গজায়,
আবার কাটলে আবার গজায়
বারংবার প্রানের শক্তি প্রকাশ করে
আমিও স্বপ্নহীন বাঁচতে পারিনা।
আমি ভাঙি,আমার স্বপ্ন ফিকে হয়
তাতে কি?
সব কিছু যদি উজ্জ্বলতাই ছড়াবে
তাহলে তো চোখের সইবে না
স্বপ্ন বোনার সৃজনশীলতায় তুষ্টিও ব্যাপক।
আমি স্বপ্নহীন নই,
আসলে স্বপ্নহীন জীবন প্রতিবন্ধী জীবন।