সে ও তো একলা একাকী
একার সাথে গান গায়,
আমিও তারে মন দেখাই না
স্বঘোষিত নিষেধাজ্ঞায়।
আমি গোপনে দেখি তারে
আমি ভাঙতে পারি না গোপন।।
সে কেন মন পাতে না
সে কেন মন গাঁথে না
সে দূর থেকে শুধু বাড়ায় মায়া,
আমি উঁকি দেই শুধু
আমি ঝুঁকি নেই শুধু
না জানি কবে লুকিয়ে ফেলে সে নিজের ছায়া।
আমার ঘোর কাটে না
আমার ভোর জোটে না
আমি রই পড়ে অনিশ্চিত ভরসায়,
সে সুর পোড়ানো আগুন
সে দূর মোড়ানো ফাগুন
আমি সংকোচে চেয়ে রই তার ভেজানো দরজায়।