তোমার ভালোয় মন জ্বলে যায়
চাপা হিংসের বোধ,
দেখি তোমার সুখ-সংসার
নিয়ে অনেক ক্রোধ।
তুমি আমায় ছেড়ে চলে গেলে
নিয়ে বেজায় জেদ,
আমি হিসেব করে পাইনা কিছু
করে নিজের ব্যবচ্ছেদ।

তোমার মনের মতো পারিনি আমি
ভেঙে নিজেকে গড়তে,
মানুষ আর পারে কি বল নিজের
সবটা বদল করতে।
তোমায় নিয়েও আমার ছিল
শত অনুযোগের পাহাড়,
আলো কালো সব নিয়েছি মেনে
দিয়েছি অনেক ছাড়।

যদি সব নিটোলই সুন্দর তবুও
টোল পড়া হাসি দামী,
সরল নদীর চাইতে মুগ্ধ করে
আঁকাবাঁকা পাগলামী।
সব মানুষেই থাকবে জেনো
স্বকীয়তার অনন্য ধারা,
কিছু হয়তো সবার ভাল্লাগবেনা
কিছুতে পাগল পারা।