তোমার আমার প্রেম
সে তো প্রিয় সনাতনী কাব্য
তবু্ও নিত্যদিন করি নবায়ন,
নিঃশেষে মিলেছি দুজন
কেউ জানুক চাই না জানুক
তোমার আমার প্রেমের রসায়ন।
তোমার আমার প্রেম
সে তো বহুল পঠিত পদ্য
বাহারী ছন্দের নিপুণ গাঁথুনি,
চোখবোজা আয়েশী হাওয়ায়
সবুজ প্রান্তরে মুগ্ধ হয়ে
রাতের আকাশের তারা গুনি।
তোমার আমার প্রেম
ভরা তিথির মাতাল জোয়ার
তুমি-আমি-প্রেম এক সরলরেখায়,
বুকে ধরে আবেগী পিদিম
তুমি আমি এক পথে হাঁটি
আঁধারে জোনাকীরা পথ দেখায়।
তোমার আমার প্রেম
তাক লাগানো জ্বলন্ত উদাহরণ
চাপা হিংসেয় সবে জ্বলে জ্বলুক,
আমাদের সুঠাম প্রেমে
ফিরে চাইবে সব প্রেমী অপ্রেমী
ওরা মুখে যা খুশি তাই বলুক।