আমার কাছে জমা রাখা
তোমার হাতটি নিলে কেড়ে,
'একা'র সাথে লড়াই করে
আমি উঠছি না আর পেরে।
আমার মনটা বেজায় বেজার
শূন্য মনই বুঝতে পারে
শূন্যের এত ভার।
এখন আমার নিত্য হাহাকার
মন ভর্তি নীরবতা,
জীবন এখন মেঘলা গগন
নেতিয়ে পড়া লতা।
বেসুরো বয়ান শোনায়
মরচে পড়া তার।
স্মৃতির ভাগাড়ে একনাগাড়ে
বেঁচে থাকা যে দায়,
টানা দুখ-মৌসুমে নোনা চুমে
বিষন্নতার অধ্যায়।
একঘেয়ে সময় এখন
নীরস সাতটি বার।