অনাহারে আমারও কষ্ট হয়
আমাকে কাঁদতে দাও
আমি স্বাধীনভাবে কাঁদবো,
কেউ আমার কান্নার স্বাধীনতায়
লাঠিচার্জ করবে না;
আহারান্তে ক্ষুধা ঘুমিয়ে পড়ে
কিন্তু স্বাধীনতার ক্ষুধা জেগে থাকে।
ছিন্নবস্ত্রে এখনো ঘুরি আমি
মোটেও লজ্জিত নই তাতে,
আমার আছে স্বতন্ত্র পতাকা
যেটা ঢাকে আমার পরাধীনতার লজ্জা,
সেই পতাকাই হতাশা শুষে নেয়
অনেক অনেক মায়ায়।
দীনতা নেই আমার ভূমিহীনতার,
হয়তো কাগুজে দলিলে আমার নাম নেই,
কিন্তু শরণার্থী হবার ভয়ও নেই;
আমার আছে প্রিয় মানচিত্র,
সার্বভৌম পুরো মানচিত্র
আমি ধারণ করি বুক চিতিয়ে।
আর জীবন উবে গেলে
এই ভূমিরই অনন্ত চুম্বনে ডুবে যাব।
তাই খাদ্যহীন ছিন্নবস্ত্রে ঘরহীন
এবং বহুহীন আমি
অনেক ঐশ্বর্যশালী
শুধু একটা স্বাধীনতা পেয়ে।