সেই মানুষ হয়রে সফল একেবারে
ছয় রিপু যে বাইন্ধা রাখে নিজের কারাগারে।

লোভী আত্মায় পাপ আটকায়
তৃপ্তি না হয় অঢেল ধনে
ক্রোধের চর্চায় স্বস্তি গচ্ছায়
ছাড়বে দেখিস আপনজনে
আবার মোহের মায়ায় পড়লে কেহ
জীবন মরণ ছারখারে।

পড়িবি গর্তে বিনা শর্তে
প্রশ্রয় দিলে অহংকারে
হিংসা করে লাভটা কি রে
বাড়বে বিবাদ এ সংসারে
তোর সুবোধ নামের হবে রে দুর্নাম
ফাঁসলে কামের কারবারে।