মনের স্বাস্থ্যের নেই যে খবর
ভীষণ মনোযোগ শরীর চর্চায়,
অদৃশ্য মনের দাম দিলি না
মন নেই মন কেনার খরচায়।
একের মন অপরে পড়িস না
সবার মন নাকি অটোনমাস,
মানবিক হিসাবটা বাদ দিয়ে
গায় সবে এনাটমির কোরাস।
শরীর দেখেই চলছে অধুনা
মন মানুষের প্রাক-নির্বাচন,
মনোবিজ্ঞানে অদক্ষ প্রেমিক
মন নিয়ে দেয় মিথ্যে ভাষণ।
মনের বোতাম খুলতে অক্ষম
তুই উদাম দেহের দখল চাস,
শরীরের দরজা দিয়ে কেবল
মনে ঢুকবার প্রয়াস চালাস ।