কত স্বপ্ন আসে
এ হৃদয় নিবাসে
ফিরে যায় সবে
ভুল ঠিকানা ভেবে।
কত জোছনা ঝরে
এই রঙের শহরে
আমি আঁধারে থাকি
দিয়ে জোছনা ফাঁকি।
কত বন্য ইচ্ছে
মোর পরীক্ষা নিচ্ছে
আমি রাশ টানি
ভেবে তার মুখখানি।
কত বিবাগী ক্ষণ
টানছে আমার মন
নিয়ে সেই রেশটা
একলা বাঁচার চেষ্টা।
কত কান্না আসে
এ হৃদয় বিনাশে
দুখের এই ভবে
আমাতে তুমি রবে।
মনটা শপথ করে
রাখবো তারে ধরে
তারে মায়ায় রাখি
সুখটা থাকে বাকি।