এই বুঝি শুরু হলো
মন খারাপের পাথর সময়,
শুরু হল পরিবর্তনে অভিযোজনের পরীক্ষা
মানুষের সবই পারতে হয়
মানুষ সবই পারে,
শুধু নীল অনুভূতির বেয়নেটে রক্তাক্ত হয়
আর নীরবে চিৎকার করে।
কাছের কেউ হয়ত শুনে
বাকিরা জানেই না।
কিছু কিছু শূন্যস্থান পুরণ করার
যথার্থ বিকল্প পাওয়া যায় না।
ওটা শূন্যই থাকে,সংরক্ষিত শূন্যতা।
সেই শূন্যতার বেহালায় বাজবে
পুরনো সব চিত্র কল্প, কত খুনসু্ঁটি
প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কত গল্পের ভাগাভাগি।
সময় বড় অদ্ভুত
সময়ের প্রশ্রয়ে মানুষ মানুষের কত কাছাকাছি
আবার সময় মানুষকে কত দূরে সরায়
আসলে মানুষকে সময়ের সিদ্ধান্তই মানতে হয়।।