কিছু সম্পর্ক কখনো পুরনো হয়না
হয়না শুধু নিয়ম করে চর্চা,
আমরা হয়ত ভুলেই গেছি
বন্ধুত্বে প্রয়োজন একটু সময় খরচা।
দিন শেষে বা মাস কি বা বছর শেষে
মনে উঁকি দেয় সেই চেনা শৈশব,
মনটা তখন হয় উচাটন,গুমরে বলে
আয় বন্ধু আয়, কই তোরা সব।
এখনো মনের দেয়ালে চলে আঁকিবুকি
পরিচিত শৈশবের নকশী কাঁথা,
কত দুষ্টু হাসি রস আর তুমুল আড্ডায়
কতনা উজ্জ্বল সেই জীবন গাঁথা।
এখনো অনেক যুদ্ধ চলে মনের গভীরে
ঝাপসা কিছু মুখ স্পষ্টের চেষ্টায়,
সব ব্যস্ততা ক্লান্ত হয়, সব থেমে যায়
শৈশব নাড়া দেয় জীবনের শেষটায়।
কিছু সম্পর্ক শেষ করতে হয়না
টানতে হয় জীবনের শেষতক,
আমরা হয়ত ভুলেই যাই
শৈশব-বন্ধু ছাড়া অপূর্ণ জীবন-পুস্তক ।