তুমি আমার
খোলা দরজা হুমড়ি খেয়ে পড়ে মরি,
তুমি আমার
খোলা প্রান্তর মুষলধারে অবিরত ঝরি।
তুমি আমার
স্বপ্ন চাদর খুব করে জীবনে জড়াই,
তুমি আমার
সুখটা ভাজার প্রেম উনুনের কড়াই।
তুমি আমার
উদাম উল্লাস নেই যে লুকোচুরির ডর,
তুমি আমার
শীর্ষ আস্থা জেনো তোমাতে করি ভর।
তুমি আমার
উর্বর মাঠ আমি শেকড় ছড়াই দ্বিধাহীন,
তুমি আমার
শূন্য পৃষ্ঠা ইচ্ছেমতন করে যাই রঙিন।
তুমি আমার
প্রিয় মেঝে শূন্য পায়ে নিশ্চিন্তে হাঁটি,
তুমি আমার
ভরসার মাটি স্বপ্নের খুঁটি হেথায় গাঁথি।
তুমি আমার
মৃদু আড়ি টিকতে পারিনা স্পর্শহীন,
তুমি আমার
নিত্য ভাবনা বাদ যায়না একটি দিন।
তুমি আমার
নাগালের ফুল যখন ইচ্ছে তখন ছুঁই,
তুমি আমার
সহজ ধারাপাত এক হই মিলে দুই।