তুমিই আমার হাত ধরেছিলে
বলেছিলে নিয়ে যাবে হৃদ-কাননে
যেখানে সুখগুলো লুটোপুটি খায়,
যেখানে শান্ত মনে ঝরে শুধু আদরের বর্ষা
যেখানে উর্বর সময়ে চলে উষ্ণতার চাষ।
আমিও সাতপাঁচ না ভেবে
তোমার হাত আঁকড়ে ধরি আরও
আমারও যে ভালবাসার লোভ ছিল!
একসাথে চলেছি আমরা বহুদূর
কিন্তু মাঝপথে এসে
তুমি আমার হাতটি দিলে ছেড়ে।
আমি হলাম জীবন থেকে নিখোঁজ,
যে স্বপ্ন ভর করে আমি উড়ে বেড়াতাম
আমি হয়ে গেলাম স্বপ্ন প্রতিবন্ধী
দিশেহারা আমি
আর ফিরতে পারিনা একলা আমিতে
আবার হৃদ-কাননের ঠিকানাও খুঁজে পাই না।
আমার আহাজারি চলে
আমি দুখের ধুলোয় গড়াগড়ি খাই
আর ভাবি
সব হাত ভরসার হাত হয় না
সব পথ সবার জন্য নয়।